Be a Trainer! Share your knowledge.

কিছু কবিতা সমুহ।

সৎসঙ্গ
মোঃ আব্দুল্লাহ সরকার
চলিবে তুমি তাহাদের সাথে যারা বলে সত্যকথা
অপরের দুঃখে নিজে দুঃখি হয় কাধে তুলে নেয় ব্যাথা
চলিবে তুমি তাহদের সাথে যারা ন্যায় নিষ্ঠাবান
যারা কভু করেনা খারাপ কাজ মানুষের জন্য উজার করে প্রান
এমনি এক বন্ধু পেলে তুমিও হবে সৎ
বন্ধু তোমাকে দেখিয়ে দেবে কোনটি সঠিক পথ



বাংলার বৈচিত্র@
বাংলা প্রকৃতির বৈচিত্রতা মুগ্ধ করে মোরে
হারিয়ে যাই তাহার মাঝে একি নেশার ঘোরে!!
যতই দেখি রুপটি তাহার দেখিতে মন চায়।
কারন,এযে বাংলার রুপ ক্ষনিকে বদলায়।
@সংক্ষেপিত@



বাংলার সৌন্দর্য@
যায় যেদিকে দুই নয়ন কী অপরুপ শোভা দেখিতে পাই!
অবশেষে নয়নযুগল যায় হারিয়ে বাংলার সৌন্দর্যের তুলনা নাই।
প্রসংশা করিলে হবেনা শেষ শোভা বাংলা মাতার জীবানানন্দ ও জসীমউদ্দিন তো তারই প্রেমে কাটে সাতার।
নয়নযুগল যখন আসে ফিরে স্বপ্নের মতো মনেহয়।
মুখ ফুটে বেরিয়ে আসে আমার যেন মরণ না হয়



About Author

Previous
Next Post »